দীর্ঘ প্রতীক্ষা এবং সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।
সোমবার (২৩ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।
৫ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (মোস্তফা), ১নং যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, ২নং যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ এবং সদস্য তাসভীর উল ইসলাম।
কমিটি ঘোষণার পর থেকে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের জোয়ারে ভাসছেন আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত সদস্যরা।
টিএইচ